Thank you for trying Sticky AMP!!

১২ বছর পর বদলে যাচ্ছে লেইস

দুই বছর ধরে কাজের পর নতুন প্যাকেট বাজারে এনেছে লেইস। ছবি: টুইটার

বেকারি বা মুদি দোকানে গেলেই চোখে পড়ে নানা চিপসের প্যাকেট। এর মধ্যে থাকে লেইস চিপসও। সেই লেইস চিপসের প্যাকেট ১২ বছর পর এবার বদলে যাচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, দুই বছর ধরে প্যাকেট বদলানোর চেষ্টা চালিয়ে আসছে লেইস। নতুন নকশার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মন্তব্য নিয়েছে লেইস। এরপরই নতুন প্যাকেট সামনে আনা হয়েছে। মার্কিন স্টাইল কিংবা স্প্যানিশ স্বাদে মোটামুটি পছন্দের চিপসের তালিকায় অনেক ওপরের দিকেই আছে লেইস চিপসের জায়গা।

নতুন নকশায় প্যাকেটের লোগোর নিচে থাকছে চিপসের টুকরার ছবি। ফ্লেভার বোঝা যায় এমন ছবিও আছে সঙ্গে। পেঁয়াজ ও টমেটোর টুকরার ছবিও আছে। ফ্লেভার অনুযায়ী মোড়কের রংও হয় আলাদা। হলুদ, লাল, নীল ও সবুজ রঙের সব কটিই বেশ জনপ্রিয়। সময়ের সঙ্গে প্যাকেটের নকশা বদল হচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

১২ বছর পর নতুন মোড়কে আসছে লেইস। ছবি: টুইটার

লেইসের জ্যেষ্ঠ পরিচালক (নকশা) জন গুয়েরা জানিয়েছেন, প্যাকেটগুলোকে আরও বেশি রঙিন করার চেষ্টা করা হয়েছে, যেন আরও বেশি মনোরম হয় লেইস। ২৫টি ফ্লেভারের প্যাকেটে আসবে এই পরিবর্তন। আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন প্যাকেটগুলো বাজারে আসবে। পরে এগুলো বিভিন্ন দেশে পাঠানো হবে।

১৯৩২ সালে লেইস আত্মপ্রকাশ করে। বর্তমানে লেইস পেপসিকোর অধীনে একটি কোম্পানি।