Thank you for trying Sticky AMP!!

২৯০০ কোটি ডলার হারালেন জাকারবার্গ, পোয়াবারো বেজোসের

জাকারবার্গ ও বেজোস

উভয়সংকটে পড়েছেন ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে প্রথমবার এর ব্যবহারকারীর সংখ্যা কমার পর দিন মেটার শেয়ারের রেকর্ড দরপতন হয়েছে। এর জেরে জাকারবার্গ এক দিনেই ২ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ হারিয়েছেন। জাকারবার্গের সর্বনাশ হলেও একই দিনে পোয়াবারো জেফ বেজোসের। জাকারবার্গের কাঁড়ি কাঁড়ি ডলার হারানোর দিনে বেজোস পকেটে পুরেছেন দুই হাজার কোটি মার্কিন ডলার। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার শেয়ারবাজারে ২৬ শতাংশ দরপতন হয় মেটার। কোম্পানির বাজারমূল্য একধাক্কায় ২০ হাজার কোটি ডলারের বেশি কমে। যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির এক দিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড এটি। ফোর্বসের হিসাব অনুযায়ী, এতে জাকারবার্গের সম্পদ কমে দাঁড়ায় ৮ হাজার ৫০০ কোটি ডলারে।

সম্প্রতি কোম্পানি হিসেবে ফেসবুক থেকে নাম বদলে হওয়া মেটার ১২ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গত বছর মেটার ৪৪৭ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন জাকারবার্গ। ওই সময় এসব শেয়ার বিক্রি না করলে হয়তো আরও বেশি সম্পদ খোয়াতেন তিনি।

এক দিনে প্রায় তিন হাজার কোটি ডলারের সম্পদ হারানোর পর বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় কয়েক ধাপ নেমে গেছেন জাকারবার্গ। ফোর্বসের হিসাব অনুযায়ী, শেয়ারে দরপতনের পর শতকোটিপতির তালিকায় জাকারবার্গের অবস্থান দ্বাদশ। তাঁর সামনে রয়েছেন দুই ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

জাকারবার্গের সম্পদ কমার দিন অবশ্য আরেক মার্কিন কোম্পানি আমাজনের শেয়ারের দাম বেড়েছে। এতে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোসের সম্পদ বেড়েছে দুই হাজার কোটি মার্কিন ডলারের। ফোর্বসের হিসাবে আমাজনের ৯ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক বেজোস এখন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী।

এদিকে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠার ১৮ বছর পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও কমেছে। ২০২১ সালের শেষ তিন মাসেই দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। অথচ এর আগের তিন মাসে এই ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি।