Thank you for trying Sticky AMP!!

আমেরিকায় বিদ্যুতের তারে পড়ল বিমান, অন্ধকারে ১ লাখ বাড়ি

আমেরিকার মেরিল্যান্ডের মন্টেগোমেরিতে বিদ্যুতের তারের ওপরে ভেঙে পড়ে ছোট একটি উড়োজাহাজ। এতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো শহরের। বিদ্যুতের তারের ওপর উড়োজাহাজ পড়ায় প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে।

মন্টেগোমারিতে গতকাল রোববার রাতে একটি ছোট উড়োজাহাজ বিদ্যুতের তারে আচমকাই ভেঙে পড়ে। এ ঘটনায় মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজে পাইলটসহ দুজন আরোহী ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়েছে। নাগরিকদের আপাতত শহরের দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিদ্যুতের তারের খুঁটি থেকে উড়োজাহাজটি সরিয়ে ফেলা হয়েছে। তবে আজ দিবাগত রাত দেড়টার দিকে মন্টগোমারিতে বিদ্যুৎ এসেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, প্রায় ১০ তলা ওপর থেকে উড়োজাহাজটি আছড়ে পড়েছিল। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল।

এখন পর্যন্ত ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুরো বিষয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন। বিবৃতিতে স্থানীয় পুলিশ বলেছে, একটি ছোট উড়োজাহাজ ভেঙে পড়েছে রথবেরি ডিআর এবং গোশেন আরডি এলাকায়। ফলে শহরের একাংশ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপদ এড়াতে ওই এলাকায় আপাতত যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট ও সিএনএন