Thank you for trying Sticky AMP!!

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পকে নোবেল দিতে নাম প্রস্তাব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে নাম প্রস্তাব করেছেন তাঁর দল রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতা। ক্লডিয়া টেনি নামের ওই নারী নিউইয়র্কের আইনপ্রণেতা।

তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করেছেন। এ জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্পের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক নীতি বলে অভিহিত করেছেন ক্লডিয়া। বিবৃতিতে ক্লডিয়া আরও বলেন, মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলে আসা অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক সংগঠনগুলো ব্যর্থ হয়েছে।