Thank you for trying Sticky AMP!!

২০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ হারানো প্রথম ব্যক্তি ইলন মাস্ক

ইলন মাস্ক

মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক ২০২১ সালের জানুয়ারিতে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন। এখন পর্যন্ত বিশ্বে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। তাঁর আগে ধনকুবের জেফ বেজোস ২০ হাজার কোটি ডলারের মাইল ফলক পেরিয়েছিলেন। সম্প্রতি এক সূচকে দেখা গেছে, ইলন মাস্ক আবারও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। তবে এবার বিপুল সম্পদ অর্জন করে নয়, বরং বিপুল সম্পদ হারিয়ে এ রেকর্ড করেছেন তিনি। খবর এনডিটিভির।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, এক বছরে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদ হারিয়েছেন ইলন মাস্ক। ২০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ হারানো একমাত্র ব্যক্তি তিনি।

ইনডেক্সে দেখা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় টেসলার শেয়ারে ধস নামার পর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের ৪ নভেম্বর নাগাদ তাঁর ৩৪ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ ছিল। তিনি তখন বিশ্বের শীর্ষ ধনী ছিলেন। তবে গত মাসে ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট তাঁকে টপকে শীর্ষ ধনীর স্থানটি দখল করেন।

Also Read: ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন আর্নল্ট

২০২২ সালের অক্টোবরে মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। টুইটার কেনার খরচ মেটাতে তাঁকে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে টেসলার শেয়ারের দর ৬৫ শতাংশ কমেছে। তবে মাস্ক টেসলা নিয়ে দুশ্চিন্তাগুলো নাকচ করে দিয়েছেন। গত ১৬ ডিসেম্বর মাস্ক এক টুইটার পোস্টে লেখেন, ‘টেসলা যেকোনো সময়ের চেয়ে ভালো করছে। আমরা ফেডারেল রিজার্ভ নিয়ন্ত্রণ করি না। এটাই এখানকার সত্যিকারের সমস্যা।’

Also Read: ইলন মাস্কের মালিকানায় টালমাটাল টুইটার

এদিকে এনডিটিভিতে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের যে কার্যালয়টি আছে, তার ভাড়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার পরিমাণ ভাড়া পরিশোধ করতে টুইটার ব্যর্থ হয়েছে।

গত মাসে দুটি চার্টার ফ্লাইটের ভাড়া পরিশোধে অস্বীকৃতি জানানোর কারণেও টুইটারের বিরুদ্ধে মামলা হয়।