Thank you for trying Sticky AMP!!

হারিয়ে যাওয়া উড়োজাহাজটি খুঁজতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উদ্ধার তৎপরতা পরিচালনা করা হলেও এর হদিস পাওয়া যায়নি

ইতিহাসের এই দিনে: মালয়েশিয়ার উড়োজাহাজ নিখোঁজ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ মার্চ। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

সময়টা ২০১৪ সালের ৮ মার্চ, মধ্য আকাশ থেকে হঠাৎ উধাও হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট-৩৭০। মালয়েশিয়া থেকে চীনের বেইজিংয়ে যাচ্ছিল উড়োজাহাজটি। রাডার থেকে হারিয়ে যাওয়া উড়োজাহাজটি খুঁজে পেতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উদ্ধার তৎপরতা পরিচালনা করা হয়। কিন্তু আজও এর হদিস পাওয়া যায়নি।

ক্ষমতায় বসেন নাদির শাহ

ইরানের শাসক ছিলেন নাদির শাহ। ১৭৩৬ সালের ৮ মার্চ সিংহাসনে বসেন তিনি। ইরানের ইতিহাসে অন্যতম ক্ষমতাশালী শাসক ছিলেন তিনি।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ

প্রতিষ্ঠা পায় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ

বিশ্বের সবচেয়ে বড় শেয়ারবাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ১৮১৭ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এটা প্রতিষ্ঠা করা হয়। ওয়ালস্ট্রিট নামেও পরিচিত এটি।

Also Read: ইতিহাসের এই দিনে: ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ প্রকাশিত

আন্তর্জাতিক নারী দিবস আজ

৮ মার্চ—আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতিবছর জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালন করা হয়ে আসছে।

Also Read: ইতিহাসের এই দিনে: শুরু হয় উপসাগরীয় যুদ্ধ

বিশ্বের প্রথম নারী পাইলট

পেশায় অভিনয়শিল্পী ছিলেন ফ্রান্সের রেমন্দে দে লারোচে। পরে তিনি বৈমানিক হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯১০ সালের ৮ মার্চ উড়োজাহাজ চালানোর লাইসেন্স পান তিনি। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়। প্রথম নারী বৈমানিক হিসেবে লাইসেন্স পান তিনি।

Also Read: ইতিহাসের এই দিনে: ‘ভুতুড়ে’ জাহাজের খোঁজ

Also Read: ইতিহাসের এই দিনে: চুরি হওয়া ‘মোনালিসা’ উদ্ধার

Also Read: ইতিহাসের এই দিনে: নিষিদ্ধ হন গ্যালিলিও