আজ ২৬ জুলাই ইংল্যান্ডের কটসওল্ডসের গ্রেট টিউ গ্রামে বিয়ে করতে চলেছেন স্টিভ জবসের ছোট মেয়ে ইভ জবস। যিনি নিজেও মডেল ও ইকুয়েস্ট্রিয়ান (অশ্বারোহী) হিসেবে পরিচিত।
পাত্র ২০২৪ অলিম্পিকে (ইকুয়েস্ট্রিয়ানে) স্বর্ণপদকজয়ী ব্রিটিশ ক্রীড়াবিদ হ্যারি চার্লস। তাঁদের বিয়েটা হচ্ছে কঠোর গোপনীয়তায়। তার মধ্যেও বিভিন্ন সূত্র থেকে ফাঁস হয়ে যাচ্ছে নানা খবর। তেমনই কিছু তথ্য রইল এখানে।
গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ইভ–হ্যারির জন্য একটি নৈশভোজের আয়োজন করেন মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিস।
এই প্রি–ওয়েডিং পার্টি অনুষ্ঠিত হয় চার্লসবেরির ‘দ্য বুল’ নামের এক বিখ্যাত পাবে।
বিয়ের প্রধান দুই ভেন্যু সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জা ও হেরিটেজ হোটেল হোটেল এস্টেল ম্যানরের সাজসজ্জা এরই মধ্যে হয়ে গেছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, বিয়ে উপলক্ষে কঠোর গোপনীয়তা দেখে অনেকটা সিনেমার সেটের মতো মনে হচ্ছে। পুরো এলাকা অনেকটা লকডাউনের মতো আলাদা করে ফেলা হয়েছে।
বিয়ের ভেন্যু সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জার বাইরে পর্দা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বর–কনের বাড়ির লোকজন লিমুজিনে চড়ে সেখানে যাতায়াত করছেন।
শুক্রবার থেকে মোট ২০ জন ডিজাইনারের একটি দল গির্জার সাজসজ্জা শুরু করেছেন। গির্জার মূল করিডরের একপাশ সাজানো হচ্ছে বিচ ট্রি দিয়ে, যা প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের সাজ থেকে অনুপ্রাণিত।
গির্জার বেদিতে রাখা হয়েছে ১০১টি মোমবাতি। হেঁটে আসার পথে বিছানো হয়েছে ১৫ হাজার পাউন্ড দামের পার্সিয়ান গালিচা।
এদিকে বিয়ের পর রিসেপশনের ভেন্যু হেরিটেজ হোটেল এস্টেল ম্যানরে নাকি বেশ কয়েক দিন ধরে একাধিক বিলাসবহুল ক্যাটারিং ও টেবিলওয়্যার কোম্পানির গাড়ি এসে জিনিসপত্র নামিয়ে রেখে যাচ্ছে।
এর মধ্যে আছে ‘পামব্রোকার্স’-এর মতো কোম্পানি, যারা ওয়েডিং ব্লসম ট্রি ও উইশিং ট্রি তৈরিতে বিখ্যাত।
বিভিন্ন দেশের হাই প্রোফাইল ব্যক্তিরা বিয়ের আয়োজনে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
এরই মধ্যে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব কোর্টনি কার্ডাশিয়ান পৌঁছে গেছেন এস্টেল ম্যানরে।
হোটেল থেকে কোর্টনি একাধিক ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ঐতিহ্যাবাহী এই হোটেলের সিরামিকের কাপসহ ছবিও শেয়ার করেছেন এই মডেল।