স্টিভ জবসের মেয়ে ইভ জবসের বিয়েতে কত খরচ হচ্ছে?

১ / ১৪
মার্কিন প্রযুক্তিবিদ ও অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবসের বিয়ে আজ ২৬ জুলাই। পাত্র প্যারিস অলিম্পিক ২০২৪–এ স্বর্ণপদকজয়ী ব্রিটিশ ক্রীড়াবিদ হ্যারি চার্লস
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
হাই প্রোফাইল এই বিয়ের আয়োজন হচ্ছে ইংল্যান্ডের কটসওল্ডসের গ্রেট টিউ নামের একটা ছোট্ট নিরিবিলি গ্রামে
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
চার দিনব্যাপী এই আয়োজনে এরই মধ্যে অতিথিরা আসতে শুরু করেছেন। প্রি–ওয়েডিং পর্বে দেখা মিলেছে মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের। শোনা যাচ্ছে, ব্রিটিশ রাজপরিবারের অতিথিরাও থাকবেন বিয়েতে
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
আজ সন্ধ্যায় এক ঘণ্টার পরিবেশনায় গান গাইবেন বিখ্যাত গায়ক স্যার এলটন জন। এ বাবদ জবস–পরিবার তাঁকে দেবে ১০ লাখ পাউন্ড!
ছবি: উইকিপিডিয়া
৫ / ১৪
স্টিভ জবসের চার সন্তানের মধ্যে সবার ছোট ইভ। তাঁর জন্ম ক্যালিফোর্নিয়ায়, ১৯৯৮ সালের ৯ জুলাই। তিনি মডেল ও ইকুয়েস্ট্রিয়ান (অশ্বারোহী) হিসেবে পরিচিত
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
মাত্র ৬ বছর বয়স থেকে ঘোড়া চালানোয় প্রশিক্ষণ নিতে শুরু করেন ইভ। ২০১৯ সালে অনূর্ধ্ব–২৫ ক্যাটাগরিতে শো জাম্পার হিসেবে যুক্তরাষ্ট্রের সেরা পাঁচজনের একজন হয়েছিলেন
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
২০২১ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন ইভ জবস। খেলাধুলার পাশাপাশি মডেলিং পেশায়ও কুড়িয়েছেন সুনাম
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
২০২০ সাল থেকে নিয়মিত মডেলিং করছেন ইভ। ‘ডিএনএ মডেলস’–এর মতো নামী প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
‘ভোগ জাপান’–এর প্রচ্ছদ মডেল হয়েছিলেন ইভ। লুই ভুইতোঁসহ বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হয়েছেন।
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১০ / ১৪
এরই মধ্যে পুরো কটসওল্ডস গ্রাম নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে গেছে। বিয়ের কোনো মুহূর্তের ছবি বা ভিডিও যাতে ছড়িয়ে না পড়ে, সেটাও খেয়াল রাখা হচ্ছে
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
ঐতিহ্যবাহী সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। প্রাচীন এই গির্জার ছবি একসময় শোভা পেত পোস্টকার্ডে
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১২ / ১৪
বর হ্যারি চার্লস ২৬ বছরের তরুণ ক্রীড়াবিদ। ২০২২ সাল থেকে ইভের সঙ্গে তাঁর প্রেম। তবে তা দুই বছর গোপন রেখেছিলেন তাঁরা।
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
২০২৪ সালে হ্যারির দল প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জেতার পর আলোচনায় আসে এই জুটির প্রেম। তারপর তাঁরা বাগ্‌দানের ঘোষণা দেন
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
ধারণা করা হচ্ছে, বিয়েতে মোট খরচ হবে ৫০ লাখ পাউন্ডের মতো। বাংলাদেশি টাকায় ৮১ কোটি ৯৬ লাখ ৪২ হাজার টাকা
ছবি: ইভ জবসের ইনস্টাগ্রাম থেকে

সূত্র: হ্যালো, দ্য সান ও শি দ্য পিপল

আরও পড়ুন