>

যে লেহেঙ্গায় নজর কাড়লেন জাহ্নবী কাপুর

রয়া মুনতাসীর

দিল্লিতে ২৩ জুলাই শুরু হয়েছে হুন্দাই ইন্ডিয়া কত্যুর উইক ২০২৫। সেখানেই র‍্যাম্পে ডিজাইনার জয়ন্তী রেড্ডির পোশাকে হেঁটে আবারও নজর কাড়লেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।

জয়ন্তী রেড্ডির এবারের সংগ্রহ তুলে ধরেছে প্রাচীন বস্ত্রশিল্প ও কারুকার্যের সৌন্দর্যকে, যেখানে থাকছে জরির কাজ, ফুল, পাখির মোটিফ, বারোক আর্ট।

সূক্ষ্ম ডিজাইনের মাধ্যমে ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলকে নতুন মাত্রা দিয়েছেন ডিজাইনার জয়ন্তী রেড্ডি।

পুরো লুকটিই হবু কনেদের জন্য তুলে ধরেছে নতুন ফ্যাশন ভাবনা। যেখানে আছে ঐতিহ্যের ছোঁয়া, তবে আধুনিক ধাঁচে। ওড়নাটি আঁচলের মতো করেই পরানো হয়েছিল। এটিকে বলা যায় ভারতীয় ঐতিহ্য আর সমকালীন ফ্যাশনের এক মোহনীয় মেলবন্ধন।

ব্লাশ পিংক রঙের এই লেহেঙ্গার সঙ্গে ছিল সুইটহার্ট গলার ব্লাউজ। হাতা থেকে ঝোলানো ছিল বিডসের চেইন। হাঁটুর নিচ থেকে শাড়ির মতো কুচি করা নকশা।

স্টেটমেন্ট চোকার, পিঠের ওপর পরে থাকা হালকা কোঁকড়া চুল নজর কেড়েছে।  

জাহ্নবীর এই সাজে দেশি কারিগরি সূক্ষ্মতা আর গ্ল্যামার, দুটোকেই একত্রে তুলে ধরা হয়েছে।