আজ ২৮ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। ঘুরছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। এই ছবি তুলেছেন সেখানকার ঐতিহাসিক স্থান ফোর্ট ওয়ার্থ স্টকইয়ার্ডসে।
টেক্সাস এখন রোদ ঝলমলে, তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে সাবিলার মাথায় হ্যাট এবং পরনে আরামদায়ক হাতাকাটা টপ আর স্কার্ট।
চুল ব্লো আউট করা। কানে সোনালি রঙের দুল। মেকআপও হালকা। এতেই সাবিলাকে লাগছে স্নিগ্ধ।
সাবিলার টপস ও অন্যান্য পোশাকে প্রাধান্য পেয়েছে মনোক্রমিক লুক। গরমের জন্য স্যান্ডেলই পরেছেন।
সাবিলা পোশাকটি নিয়েছেন ‘অ্যাগিস্টার লাইফস্টাইল’ থেকে।