ভারতের ছোট পর্দার বড় তারকা শ্বেতা তিওয়ারিকে দেখে কে বলবে তাঁর বয়স ৪৪ বছর!
বয়স বুঝে পোশাক পরার ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি এমন সব পোশাক বেছে নেন শ্বেতা, যেসব সাধারণত তরুণদের পরনে দেখা যায়।
শ্বেতার ২৪ বছর বয়সী মেয়ে পলক তিওয়ারি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের পোশাকে ‘বোর’ হয়ে গেলে তিনি প্রায়ই মায়ের ওয়ার্ডরোবে হামলা করে পছন্দের পোশাক বেছে নেন।
পলকও তাঁর অনেক হারিয়ে যাওয়া পোশাক খুঁজে পান মায়ের কাছে।
শ্বেতা তিওয়ারির ‘ফ্যাশন সেন্স’ নিয়েও ভক্তদের মধ্যে আছে ইতিবাচক আলোচনা। তিনি নিজের শরীর ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই, ট্রেন্ডি, স্টাইলিশ পোশাক পরেন।
শ্বেতাকে প্রায়ই টি–শার্টের সঙ্গে শর্টস বা জিনস পরতে দেখা যায়।
মেয়ে পলকের বন্ধুবান্ধবের সঙ্গে খুবই ভাব শ্বেতার। তিনি জানিয়েছেন, তরুণ ছেলে–মেয়েদের সঙ্গে তাঁর এই বন্ধুত্ব নাকি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
সময়–সুযোগ পেলেই শ্বেতা ছুটে যান বিশ্বের নানা প্রান্তে। বিশ্বাস করেন, ঘুরে বেড়ালে বয়স বাড়ার গতি ধীর হয়ে যায়।
প্রায়ই ভক্তদের সঙ্গে শ্বেতা ভাগ করে নেন তাঁর বনজঙ্গল আর সমুদ্র ভ্রমণের ছবি।
জীবনে যা-ই ঘটে যাক না কেন, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম আর ঠিকমতো ঘুমানোতে কোনো ছাড় দেন না শ্বেতা।
প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন একা মা শ্বেতা। এই অভ্যাসও তাঁর তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
মুখে হাসি রেখেই নিজের কাজ করেন শ্বেতা। হয়তো তার প্রভাব পড়ে চেহারাতেও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া