>

জয়া আহসানের জন্মদিনে দেখে নিন ১৫ বছরের ১৫টি ছবি

রয়া মুনতাসীর

শুভ জন্মদিন, জয়া আহসান! বিভিন্ন সময়ে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা। মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’ এবং বিশেষ আয়োজন ‘বর্ণিল’–এর প্রচ্ছদে এসেছেন নিত্যনতুন রূপে। সব সময়ই চলতি ধারার পোশাক পরে প্রশংসিত হয়েছেন, তৈরি করেছেন আলাদা ট্রেন্ড। জয়ার তেমনই কিছু ছবি তুলে ধরা হলো এখানে।

২০১০ সালের ঈদুল ফিতর উপলক্ষে ‘নকশা’র প্রচ্ছদে আসেন জয়া আহসান।

ওয়াইনরঙা কাটওয়ার্কের মসলিন শাড়িতে জয়া আহসান।

ব্লাউজে সব সময়ই ভিন্নধর্মী কাজ বেছে নেন জয়া।

২০১৪ সালে প্রথম আলোর বিশেষ আয়োজন ‘বর্ণিল ঈদ’–এর প্রচ্ছদে জয়া আহসান।

সাদা হাতাকাটা কামিজে জয়া আহসান।

শিফনের শাড়ির সঙ্গে পরেছিলেন হল্টারনেক ব্লাউজ।

জয়া সব সময়ই পরেছেন চলতি ধারার পোশাক।

২০১৪ সালে ঈদুল ফিতর উপলক্ষে জয়া পরেছিলেন লার রঙের এই টপ আর পালাজ্জো।

২০১৮ সালের ৩ এপ্রিল ‘নকশা’র প্রচ্ছদে মডেল হয়েছিলেন জয়া আহসান। সে সময় ছবিগুলো দারুণ প্রশংসিত হয়েছিল।

পয়লা বৈশাখ উপলক্ষে জয়া আহসানের পছন্দে পোশাকটি বানিয়ে দেয় ড্রেসিডেল।

সুতি, চেক আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তাঁতশিল্পীদের হাতে বোনা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন জয়া।

শাড়ি জয়া আহসানের পছন্দের পোশাক।

‘জয়া আর শারমিন’ ছবিটির গল্প নিয়ে ‘নকশা’র প্রচ্ছদের জন্য বিশেষ ফটোশুটে অংশ নিয়েছিলেন দুই অভিনেত্রী জয়া আহসান ও মহসিনা আক্তার। পাশাপাশি তুলে ধরেন নিজেদের রান্নার গল্প।

বাঙালি রান্না জয়া আহসানের বিশেষ পছন্দ।

প্রতিবেদনটি প্রকাশিত হয় চলতি বছরের ১৩ মে।