অভিনেত্রী তমালিকা কর্মকার, তানভীন সুইটিসহ কয়েকজন অভিনয়শিল্পী বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
আর হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি নস্টালজিক করে দিয়েছে অনেককে। কারণ, সেখানে জড়ো হয়েছিলেন নব্বই ও শূন্য দশকের অনেক তারকা।
সেখানে দেখা গেছে অভিনেত্রী (বাঁ থেকে) আঁখি, তানভীন সুইটি, প্রিয়া ডায়েস, তমালিকা কর্মকার ও বন্যা মির্জাকে।
এক বিয়ের আয়োজনে হাজির হয়েছিলেন এই তারকারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ট্যারেস অন দ্য পার্ক নামের এক ভেন্যুতে বসেছিল এই আয়োজন।
যেখানে খোলা আকাশের নিচে জড়ো হয়েছিলেন এই তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা।
সুইটিদের সঙ্গে দেখা গেছে অভিনেতা হিল্লোল–নওশীন দম্পতিকে। ভিনদেশে তাঁরা সেজেছিলেন পাঞ্জাবি–শাড়িতে।
বিয়েবাড়িতে তমালিকা, সুইটি ছাড়াও ছিলেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস দম্পতি। বেশ কয়েক বছর ধরেই তাঁরা যুক্তরাষ্ট্রে আছেন।
ছবি: তমালিকা কর্মকার ও তানভীন সুইটির ফেসবুক অ্যাকাউন্ট থেকে