ইংল্যান্ডে চলছে টেনিস–দুনিয়ার সেরা আসরগুলোর একটি—উইম্বলডন চ্যাম্পিয়নশিপস। আর সেখানে অতিথি হয়ে গ্যালারিতে আলো ছড়াচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।
তারকাদের ফ্যাশন থেকে রোমান্স—সবই হচ্ছে খবরের শিরোনাম। এখানে দেখুন তেমন কিছু ছবি।
প্রথমবারের মতো উইম্বলডনে হাজির হয়েছিলেন মার্কিন গায়িকা অ্যাশলে রে উইলসন। ১১ জুলাই তাঁর নিউইয়র্ক কনসার্টের আগে সঙ্গী জন কানাডাকে নিয়ে টেনিস দেখতে এসেছিলেন এই তারকা।
২০২৫ সালের শুরুতে প্রকাশ্যে এসেছে হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড ও অভিনেত্রী মনিকা বারবারোর প্রেম (মাঝে)। এবার টেনিস কোর্টে একসঙ্গে দেখা দিলেন তাঁরা, চুমুও খেলেন একে–অপরকে।
ব্রিটিশ অলিম্পিক চ্যাম্পিয়ন দম্পতি স্যার জসন কেনি ও ডেম লরা কেনি এসেছিলেন মাঠে।
বয়ফ্রেন্ড খেলছেন মাঠে, আর তা দেখতে গ্যালারিতে উপস্থিত আমেরিকান ফুটবলার ট্রিনিটি রডম্যান। প্রেমিক বেন শেল্টন এদিন মাঠে জয় পাওয়ার পর তালি দেন ট্রিনিটি।
ইংরেজ অভিনেতা লুই পট্রেজ ও গায়িকা–অভিনেত্রী অলিভিয়া রড্রিগো উইম্বলডনের শুরুর দিকেই এসেছিলেন গ্যালারিতে। ফ্যাশনের পাশাপাশি এই জুটির খুনসুটি ধরা পড়ছে দর্শকের চোখে।
সাদা–নীলে দর্শকের আসন রাঙিয়েছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
প্রতিবছরই মাকে নিয়ে উইম্বলডনে হাজির হন ফুটবলার ডেভিড বেকহাম। এবারও এসেছিলেন উইম্বলডনের প্রথম দিন।
ছবি: রয়টার্স ও উইম্বলডনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে