কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর ঘুরে বেড়ানোর ছবি দেখা যাচ্ছে।
তটিনী কি থাইল্যান্ড গেছেন ঘুরতে?
হাসি—এই ছবির জুতসই ক্যাপশন হতে পারে এটাই।
তটিনীর ব্যাগেও দেখা গেল হাল ফ্যাশনের ‘ব্যাগ চার্ম’ ।
লাল জাম্পশুটে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন।
গুগল লেন্স বলছে, ছবিটি থাইল্যান্ডের ফুকেটের টরি আইসক্রিম শপের সামনে।
সমুদ্রে তটিনীর বৃষ্টিবিলাস।