অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল শেহতাজ মুনিরা হাশেম শেয়ার করেছেন একগুচ্ছ ছবি ও ভিডিও।
আর তাতেই দেখা যাচ্ছে চুলে ফুল আর পাতা দিয়ে সেজেছেন তিনি। অলকানন্দা, জবা, দুই রঙের রঙন আর ফার্ণ–জাতীয় পাতা গুঁজেছেন চুলে।
সঙ্গে লাল পাড়ের হলুদ শাড়ি পরেছেন বৃষ্টির দিনে। ছাতা মাথায় ছুটেছেন নৌকার ঘাটে। শাড়ি পরেই উঠে বসেছেন নৌকায়।
ভিডিও দেখা বোঝা যাচ্ছে, প্রিয়জনদের সঙ্গে সিলেটের রাতারগুল জলাবন বেড়াতে গেছেন শেহতাজ।
শেহতাজের স্বামী গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান এই মুহূর্তে আছেন দেশের বাইরে।
একাধিক অনুষ্ঠানে অংশ নিতেই প্রীতম ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্র ও কানাডার এক শহর থেকে আরেক শহরে
এই অবসরে শেহতাজ ঘুরছেন রাতারগুলে। নৌকা চড়ে তাঁরা যখন বনের মধ্যে ঢুকেছেন, তখন বৃষ্টি পড়ছিল টিপটিপ।
ভিডিওতে দেখা যায়, ঘোরার পাশাপাশি জঙ্গল থেকে বুনো ফল পেড়ে খেয়েছেন তাঁরা।
হোটেল রুমের ছবিও শেয়ার করেছেন শেহতাজ। জানিয়েছেন, ‘গুড মর্নিং’।
হোটেল থেকে মধু, ক্রিম আর ফলসহযোগে প্লেট ভর্তি ওয়াফলের ছবি শেয়ার করেছেন শেহতাজ।