তৃতীয় বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা বৃহস্পতিবার

তৃতীয় বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে এ বক্তৃতা অনুষ্ঠিত হবে।

বক্তৃতার বিষয় ‘আমাদের মহাবিশ্ব: ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে এবং বিজ্ঞানে নোবেল ২০১৯’। কৃষিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মেটালের পৃষ্ঠপোষকতায় এই পাবলিক লেকচারটির আয়োজন করছে মাসিক বিজ্ঞানচিন্তা।

বিজ্ঞান বক্তৃতায় মহাবিশ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ভারতের হরিশচন্দ্র ইনস্টিটিউট অব এলাহাবাদের গবেষক ও স্ট্রিং তত্ত্ববিদ অধ্যাপক অশোক সেন। বিজ্ঞানে নোবেল ২০১৯ বিষয়ক আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌমিত্র চক্রবর্তী। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।