বিগ ডেটার বিষয়ক আলোচনার আয়োজন বিজ্ঞানচিন্তার

বিগ ডেটা ও তথ্যপ্রযুক্তিবিষয়ক আলোচনার আয়োজন করেছে বিজ্ঞানচিন্তা।
বিগ ডেটা ও তথ্যপ্রযুক্তিবিষয়ক আলোচনার আয়োজন করেছে বিজ্ঞানচিন্তা।

বিগ ডেটা ও তথ্যপ্রযুক্তিবিষয়ক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিজ্ঞানচিন্তা। কাল বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের পঞ্চম তলায় অনুষ্ঠিত হবে ‘বিগ ডেটার ছোট কথা’ শিরোনামের এই আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডেটা সায়েন্টিস্ট ও ফেলো সাবহানাজ রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম জাবের এবং ডেইলি স্টারের ডেটা সাংবাদিক জায়মা ইসলাম।

মেশিন লার্নিং, নীতিনির্ধারণে করপোরেট জগতে ডেটার ব্যবহার ও ক্যারিয়ার, চতুর্থ শিল্পবিপ্লব এবং স্বল্পোন্নত দেশে বিগ ডেটার গুরুত্ব নিয়ে কথা বলবেন আলোচকেরা। বাংলাদেশের তরুণদের জন্য বিগ ডেটায় ক্যারিয়ার তৈরির বিষয়েও আলোচনা করবেন তাঁরা। দেশের বাইরে গিয়ে কিংবা কীভাবে বিগ ডেটা নিয়ে গবেষণা করা যায়, বাতলে দেবেন সে উপায়ও। দেবেন উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।