অনাথ আশ্রমে নীলফামারী বন্ধুসভার আনন্দ উৎসব

৫ নভেম্বর, সোমবার সকাল ৯টা। পূর্বপরিকল্পনা অনুযায়ী নীলফামারী বন্ধুসভার বন্ধুরা রওনা করলেন জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামে । উদ্দেশ্য, প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজে হিসেবে চাঁদমনি অনাথ আশ্রমের শিশুদের নিয়ে আনন্দ উৎসব। নীলফামারী শহর থেকে অটোরিকশায় করে দেড় ঘণ্টা পর আমরা সেখানে গিয়ে পৌঁছার সঙ্গে সঙ্গেই একদল ছোট ছোট শিশু দৌড়ে আসে চাঁদমনি বাড়ির গেটে। ভেতরে ঢোকার সঙ্গেই আমাদের চোখে পড়ল প্রথম আলোর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি দেয়াল চিত্রাঙ্কন। দেখা হলো চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম দুলালের সঙ্গে। তারপর আমরা চলে যাই আমাদের মূল আনুষ্ঠানিকতায়। শুরুতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নীলফামারী জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক।

অনাথ আশ্রমের শিশুদের নিয়ে আনন্দ উৎসব করে বন্ধুরা
অনাথ আশ্রমের শিশুদের নিয়ে আনন্দ উৎসব করে বন্ধুরা


এরপর ব্যাঙ দৌড়, দড়ি খেলা, রানির কপালে টিপ দেওয়াসহ অনেক মজার মজার খেলার আয়োজন করা হয়। এতে শিশুরা অনেক আনন্দ পায়। সেখানে উপস্থিত কুইজ প্রতিযোগিতার পাশাপাশি বন্ধুসভার সদস্য ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ সব শিশুকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।

শপথবাক্য পাঠ করান সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল
শপথবাক্য পাঠ করান সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল


কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নীলফামারী বন্ধুসভার সদস্যরা। ৬ নভেম্বর সকাল ১০টায় নীলফামারী শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত অতিথিরা ও বন্ধুসভার সদস্যরা।

অনাথ আশ্রমের শিশুদের নিয়ে চিত্রাংকন করে বন্ধুরা
অনাথ আশ্রমের শিশুদের নিয়ে চিত্রাংকন করে বন্ধুরা


বন্ধুসভার সভাপতি প্রিয়াংকা রয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক। এ সময় আরও বক্তব্য দেন নীলফামারী সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি এস এম শফিকুল আলম ডাবলু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা সাধারণ সম্পাদক মুজিবুল হাসান চৌধুরী শাহিন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বাফা) নীলফামারী জেলা শাখার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, নীলফামারী বন্ধুসভার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন, প্রথম আলোর পাঠক সাইফুল নূরী, বন্ধুসভার সাবেক সভাপতি সুধীর রায় প্রমুখ। বন্ধুসভার বন্ধুদের শপথবাক্য পাঠ করান সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল । এরপর বন্ধুসভার সদস্যদের নিয়ে কেক কেটে একে অপরের মুখে তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।