আমার এই স্বপ্নবেলা

আহা এই স্বপ্নবেলা–
নরম আকাশ সবুজ বাতাস আত্মভোলা
মাছরাঙারা টুপ করে ডুব দিল জলে
জল ছল ছল চোখ দুটিতে কিশোরীবালা
স্বপ্ন বাগান আগুন ফাগুন জোসনা ধোয়া
জল ছবি ছাপ ঘুড়ি কেটে যায় মেঘলা রাতে

আহারে সেই স্বপ্নবেলা–
ছোট্ট খেলা লালটে হাতে
নীলকণ্ঠ সাঁঝের বাতি ধূসরতার বেদনাতে
শঙ্খ বাজে- ট্রেন চলে যায় ভ্রমণ সুদূর
জীবন নদী কোন মোহনায়
হাতছানি দেয় দূর বহুদূর
দিকদিগন্তে আঁকাবাঁকা নকশী মেলা
হেলাফেলায় জীবন খেলা
আহারে স্বপ্নবেলা কৃষ্ণচূড়া
রং ছুটে যায় বাঁধন হারা
হলুদ চাষি মৌরি ঘ্রাণে পরাণকাড়া

আমার সেই স্বপ্নবেলা-
ছি কুত কুত মৌ বাসন্তী
বৌচিঘেরা দাঁড়িয়াবাঁধা
ঠায় দাঁড়িয়ে হিমের বিকেল গন্ধরাজে
কামিনীদের গায়ে নিয়ে বকুলতলা
জল ছোপ ছোপ কচুরিপানা
খেতের আলের কোল ঘেঁষা
সেই শালুক শাপলা

সুখের কষ্ট পলে পলে–
অবুঝ বিকেল নয় তো ভোরে
তখন আমার স্বপ্নবেলা।
এখন সবই স্বপ্নবেলা, ছিল যারা
গেছে তারা অনায়াসে
বেলির সাথে অল্প এসে খেলা শেষে।
স্বপ্ন কারা?
কল্পলোকের ফানুস ওড়ায়
অন্ধরাতের বন্ধ মনে জনে  জনে?

আমার সেই স্বপ্ন বেলা-
নয় তো মিছেই শব্দ খেলা
সিঁদুর রাঙা করমচারা
দাহ মনের আগল ছাড়া
পুড়ে পুড়েই ভালো আছি
স্বপ্নবেলার কাছাকাছি
ভালো আছি।