পৃথিবীর অমর্ত্য প্রেম

শ্যামল আঁধারের গাঁয়ে হেমন্ত রাত্রি শিশিরের সমর্পিত আত্মশুদ্ধির তাড়নায়

বিভাবরীর সমস্ত শ্যাম আঁধারে জলছবির খেরোখাতা বিরানভূমি।

নির্লিপ্ত আকাশের অভিমানী বুকে জমা আছে কিছু কথা,

কাঞ্চন দিনমান পেরিয়ে দোলনচাঁপায় মোহিত দিবা-রাত্র।

মনের অগোচরে প্রতীক্ষিত শিউলির সঙ্গোপন সেই বিরহের সুর।

কত দিন কেটে গেছে হীরামনের দেখা মেলে না,

বাউলা বাতাসের মনে অক্লান্ত মর্সিয়ার চরকায় আবেগের মিহি সুতো।

মীনাক্ষীর বুনো সুরে অবাধ্য জলের সারাং,

পোড়া মাটির আঁচে অসংজ্ঞায়িত শিল্পের ইতিকথা।

দূর্বা ঘাসের বিবর্ণ সবুজের সারথি বেখেয়ালি তনয়ার মন।

যদি আধো আলো নিভে যায় প্রদীপের জীবন-গল্পের বিষণ্ণ পঙ্‌ক্তিতে

তথাপি সকল কোলাহলের হলে অবসান—

তবু মানবের মনে রয়ে যাবে পৃথিবীর অমর্ত্য প্রেম।