তিনের তানজিলা

তানজিলা বিনতে শওকত
তানজিলা বিনতে শওকত


তানজিলা বিনতে শওকত। চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু। চট্টগ্রাম বন্ধুসভার অনুষ্ঠানবিষয়ক সম্পাদক। তানজিলা নাচের শিল্পী। নাচ করেন ছোটবেলা থেকেই। ষষ্ঠ শ্রেণি থেকে। বন্ধুসভার অনুষ্ঠান তো বটেই, বিভিন্ন অনুষ্ঠানেও তিনি নাচ করেন।চট্টগ্রাম বন্ধুসভায় আছেন প্রায় ১০ বছর। বন্ধুসভার নানা কাজে-কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

তানজিলা বিনতে শওকত
তানজিলা বিনতে শওকত


তানজিলা সব ধরনের নাচই করেন। শুধু নাচ–ই নয়, ছবি আঁকেন। আবৃত্তি করেন। বর্তমানে ‘বোধন’-এ আবৃত্তি শিখছেন। বলতে বাধা নেই তানজিলা শওকতের তিন গুণ। তিন ক্ষেত্রেই তিনি পারদর্শী হতে চান। তানজিলাকে বললাম, ‘কত দিন নাচের সঙ্গে থাকবে?’
তানজিলার উত্তর, ‘যত দিন থাকা যায়।’
আমাদের প্রত্যাশাও তা–ই। তানজিলা বিনতে শওকত নাচ, ছবি আঁকা, আবৃত্তি তিন ক্ষেত্রেই সুনাম বয়ে আনুক।