রাতের বন্ধু

রাতের আধারে শীতার্তদের পাশে
রাতের আধারে শীতার্তদের পাশে


১৫ ডিসেম্বর, রাত ১১টা ৩০ মিনিট। শহরের ব্যস্ততম রাস্তাগুলোতে তখন কর্মব্যস্ত মানুষের উপস্থিতি নেই বললেই চলে। যানবাহন বলতে মাঝেমধ্যে দেখতে পাওয়া দু–একটি গাড়ি আর অপেক্ষারত রিকশা।

রাস্তার কোথাও কোথাও চলছিল বিজয় দিবসের প্রস্তুতি। এ সময় ড্যাফোডিল বন্ধুসভার একদল বন্ধু নির্ঘুম শহরের পথে পথে শুয়ে থাকা অসহায় মানুষদের কাছে শীতের কম্বল ও পোশাক নিয়ে পৌঁছে যান। উপহার দেন সেসব। একই সঙ্গে অসহায় মানুষদের তাঁরা শোনান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস। এ ছাড়া শীতের পোশাকহীন রিকশাচালকদেরও পোশাক উপহার দেন।

রাতের আধারে শীতার্তদের পাশে
রাতের আধারে শীতার্তদের পাশে


ড্যাফোডিল বন্ধুসভার প্রতিজ্ঞা ছিল, বিজয়ের ৪৭তম বর্ষ উদ্‌যাপন করতে ১৬ ডিসেম্বর দেশের অসহায় মানুষদের সাথে বিজয়ের আনন্দ ভাগ করে নেবে। এ জন্য ঢাকার শাহবাগ ও রমনা এলাকার ফুটপাতে থাকা অসহায় মানুষদের বেছে নেয় তারা। অর্ধশত মানুষকে উপহার দেয় কম্বল ও পোশাক। অসহায় মানুষদের মুখের হাসি থেকেই বন্ধুরা বিজয়ের ৪৭তম বর্ষকে বরণ করে নেন।