১০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন

১০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা


রংতুলির আঁচড়ে গ্রামীণ দৃশ্য। কোথাও শহীদ মিনার কিংবা বিজয়ের পতাকা। হাসিমুখে এসব চিত্র এঁকে চলেছে একদল শিশু। খোলা আকাশের নিচে বিছানো মাদুরে বসে চলছে তাদের এই অঙ্কন। সমাজে তারা সুবিধাবঞ্চিত শিশু নামেই পরিচিত। ১৫ ডিসেম্বর বিকেলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এতে অংশ নিয়ে এক শ সুবিধাবঞ্চিত শিশু রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলে তাদের মনের ভাবনা।

১০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা


বেলা তিনটায় চট্টগ্রামের বগারবিল এলাকার ‘মুক্ত অঙ্গন শিক্ষালয়’ নামক সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়ে নোঙর ফেলেন বন্ধুরা। এরপর বন্ধু আদনান রাহিমের তত্ত্বাবধানে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। ৪০ মিনিট ধরে নিজের মনের ভাবনা কাগজে ফুটিয়ে তোলে খুদে শিক্ষার্থীরা।

১০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা


এরপর নাচ, গান ও কবিতার ছন্দে হারিয়ে যায় শিশুরা। নিজেরাই পরিবেশন করে এসব সাংস্কৃতিক পরিবেশনা। ছিল চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ফাহিম উদ্দিন ও পরিবেশ সম্পাদক মিজানুর রহমানের কথামালা। গান, নাচ, কবিতা ও কথামালার আয়োজনে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই। এ সময় শিশুদের মাদক, মিথ্যা ও মুখস্থ থেকে দূরে থাকার পরামর্শ দেন বন্ধুরা। বিজয়ী ২০টি শিশুর মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় বর্ণিল এই আয়োজন।