এই শীতে

শীতের দিনে ওদের প্রতি
একটু নজর রাখি
একটা গরম জামার জন্য
ভিজে যাদের আঁখি।

হাতটা বাড়াও ওদের প্রতি
দাও কিনে দাও জামা
পথের ধারে থাকে ওরা
নেই তো ওদের মামা।

ফুটলে হাসি ওদের মুখে
দেখলে ভরে মন
খুব অসহায় মানুষগুলোর
নেই তো আপনজন।

রোগে শোকে ভোগে ওরা
গরম কাপড় বিনে
থর থরিয়ে কাঁপছে দেখো
রাতে কী বা দিনে।

মমতার হাত বাড়িয়ে দাও
মুখে ফুটাও হাসি!
এসো সবাই পথ শিশুদের
একটু ভালোবাসি।