মনে প্রশ্ন জাগে

আচ্ছা, তোমার কি মনে আছে সেই দিনের কথা, যেদিন তুমি বৃষ্টিতে ভেজার ভয়ে দৌড়ে এসে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলে আর আমি এসে তোমাকে আমার ছাতার নিচে জায়গা দিই। ছাতার আয়তন কম ছিল, তুমি ভিজে যাবে বলে আমি ছাতা থেকে বের হয়ে যাই আর বলি, আমার আজ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। তুমি বিষয়টা বুঝতে পেরে খানিক দূরে গিয়ে ছাতা বন্ধ করে দাও। আমি অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে বলি, একি করছ! সেদিন থেকে আমি বৃষ্টিকে অনুভব করতে শিখি। এরপর থেকে যখনই আকাশ কালো হয়ে আসে, আমি বৃষ্টির একটি ফোঁটা হলেও আমার হাতে লাগাতে চাই। ভাবি, এই বৃষ্টি আমার মতো তোমার মনকেও ভিজিয়েছিল কি!


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।