'আলোর পথে প্রীতির সাথে' প্রস্তুতি কর্মশালা

‘আলোর পথে প্রীতির সাথে’ কর্মসূচির প্রস্তুতি কর্মশালায় আলোচনা করছেন পাভেল মহিতুল আলম
‘আলোর পথে প্রীতির সাথে’ কর্মসূচির প্রস্তুতি কর্মশালায় আলোচনা করছেন পাভেল মহিতুল আলম

আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘আলোর পথে প্রীতির সাথে’ কর্মসূচির প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষে কর্মসূচি শুরু হয়। কর্মশালায় জানানো হয়, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা ও কিশোর আলো যৌথভাবে ঢাকার পার্শ্ববর্তী পাঁচ জেলায় তরুণদের নিয়ে সহিংসতা ও উগ্রবাদবিরোধী বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে। এ কর্মসূচিতে থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘ইয়ুথ ফেস্ট’, নারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সেমিনার ও বইপড়ুয়াদের জন্য ‘বুক ক্লাব’ গঠন। 

কর্মশালায় অংশগ্রহণকারী বন্ধুদের একাংশ
কর্মশালায় অংশগ্রহণকারী বন্ধুদের একাংশ

গত বছরের অক্টোবর মাসে ঢাকায় এ কর্মসূচি শুরু হয়। তারই ধারাবাহিকতায় এই পাঁচ জেলায় কর্মসূচি শুরু হবে ২১ জানুয়ারি থেকে। কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে।

কর্মশালায় আলোচনা করেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক পাভেল মহিতুল আলম, কিশোর আলোর মার্কেটিং ও অপারেশন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী শাহাদাত ফয়েজ ওয়াইসি, প্রথম আলোর হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক এজাজুল হক মানিক, ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের নির্বাহী শাহ পরাণ তুষার, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।

কর্মশালায় অংশগ্রহণকারী বন্ধুদের একাংশ
কর্মশালায় অংশগ্রহণকারী বন্ধুদের একাংশ


কর্মশালায় অংশ নেন মুন্সিগঞ্জ বন্ধুসভার ইউনুস আলী সরকার, এম এ মিন্টু, সাজ্জাত হোসেন, ইমরান হোসেন ও তামান্না সরকার। নরসিংদী বন্ধুসভার পল্টন চন্দ্র দাস, গোষ্টলাল দাস ও পলাশ চক্রবর্ত্তী। গাজীপুর বন্ধুসভার মোশারফ হোসেন, মিনারা আক্তার, মনির হোসেন ও মো. ফজলে রাব্বি। নারায়ণগঞ্জ বন্ধুসভার সাব্বির আল ফাহাদ, মুজিবুল হক, আফরিন সুলতানা, রাজু আহমেদ ও বেলায়েত হোসেন প্রমুখ।

কর্মশালা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক
কর্মশালা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক


আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসাংগঠনিক সম্পাদক আশেকুর রহমান, অর্থ সম্পাদক আবদুল ওহাব ও ঢাকা মহানগর বন্ধুসভার শাকিব হাসান।
কর্মশালা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। ঢাকার বাইরে থেকে আগত বন্ধুরা এতে অংশ নেন।