বর্ষবরণ আড্ডায় স্বপ্নের কথা

চট্টগ্রাম বন্ধুসভার নতুন কমিটির সঙ্গে অন্যরা
চট্টগ্রাম বন্ধুসভার নতুন কমিটির সঙ্গে অন্যরা


কারও স্বপ্ন পড়ালেখায় মনোযোগী হওয়া, কারও ইচ্ছা সব ভালোর সঙ্গে এগিয়ে থাকতা। আবার কারও সাধ নতুনভাবে সবকিছু সাজিয়ে নেওয়া। এভাবেই নতুন বছরে নিজেদের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরলেন বন্ধুরা। ৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বন্ধুসভা কক্ষে আয়োজিত ‘বর্ষবরণ আড্ডা’ শিরোনামের আয়োজনে এসব কথা শোনান বন্ধুরা। এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।
বিকেল চারটায় নুরুজ্জামান খানের সঞ্চালনায় বসে এই আড্ডার আসর। আড্ডায় অংশ নিয়ে বন্ধুরা বললেন নতুন বছরে তাঁদের প্রত্যাশার কথা। ফেলে আসা বছরের গ্লানি মুছে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ছিল বন্ধুদের কথায়। আড্ডার ফাঁকে ফাঁকে ছিল গান ও কবিতার আবৃত্তি। এতে কবিতা আবৃত্তি করেন নাজিফা তাজনূর। ইশরাত জাহান শোনান আধুনিক গান। আড্ডার আয়োজনে অংশ নিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে বন্ধুরা ভালোর সঙ্গে এগিয়ে যাবে। নিজেকে তৈরির পাশাপাশি সমাজের কল্যাণে বন্ধুরা আরও বেশি কাজ করবে।’