টাঙ্গাইলে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

চ্যাম্পিয়ন দল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়
চ্যাম্পিয়ন দল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়


টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় দল পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবে টাঙ্গাইল অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে। ‘যোগ দাও যুক্তির মেলায়’—স্লোগান সামনে রেখে ১৬ জানুয়ারি টাঙ্গাইলে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসব শুরু হয় সকাল ১০টায়। সকাল নয়টার মধ্যেই জেলার বিভিন্ন স্থান থেকে ১৪টি স্কুলের বিতর্ক দল এসে উপস্থিত হয় টাঙ্গাইল বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে।

জাতীয় সংগীত পরিবেশন করছেন বন্ধুরা
জাতীয় সংগীত পরিবেশন করছেন বন্ধুরা


জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শুধু ক্লাসের পরীক্ষায় প্রথম হলেই হবে না। পাঠ্যবইয়ের বাইরের জগৎকেও জানতে হবে। বিতর্কচর্চা মানুষকে যুক্তিনির্ভর করে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান–বিজ্ঞানের অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পারে। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে অনেক বড় ভূমিকা রাখবে।

বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা


উদ্বোধনী পর্বে পুষ্টির ময়মনসিংহ অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মো. শামসুদ্দিন চৌধুরী, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি অজয় কর্মকার বক্তব্য রাখেন।
পরে দিনব্যাপী বিভিন্ন পর্বে অনুষ্ঠিত বিতর্কে ১৪টি দল অংশ নেয়।

বন্ধুসভার বন্ধু হাসিবুর রহমান
বন্ধুসভার বন্ধু হাসিবুর রহমান


দলগুলো হচ্ছে, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ, মির্জাপুর ভারতেশ্বরী হোমস, কালেক্টরেট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস হাইস্কুল দিবা শাখা, পুলিশ লাইনস হাইস্কুল প্রভাতি শাখা, শহীদ জাহাঙ্গীর উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চবিদ্যালয়, জোবায়দা হাইস্কুল, শিবনাথ হাইস্কুল, সৃষ্টি একাডেমিক স্কুল, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, শহীদ একাডেমিক স্কুল এবং রেডিয়াম ক্যাডেট স্কুল।

বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা


চূড়ান্ত পর্বে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় দল চ্যাম্পিয়ান হয়। রানার্সআপ হয় মির্জাপুর ভারতেশ্বরী হোমস। চ্যাম্পিয়ন বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয় দলের ফিরোজ আহমেদ সেরা বক্তা নির্বাচিত হয়।
সমাপনী পর্বে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, আজকের এই খুদে বিতার্কিকেরাই একদিন অনেক বড় হবে। তারা মানুষের মতো মানুষ হয়ে দেশকে অনেক এগিয়ে নেবে।

বিতর্ক উৎসবে অংশনেন টাঙ্গাইলের শহীদ একাডেমিক স্কুলের শিক্ষার্থীরা
বিতর্ক উৎসবে অংশনেন টাঙ্গাইলের শহীদ একাডেমিক স্কুলের শিক্ষার্থীরা


সমাপনী অনুষ্ঠানে নাগরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কুশল ভৌমিক, সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলায়মান হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি শাকিল আহমেদ, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিচারক ও মডারেটরদের সঙ্গে চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ও বন্ধুসভার বন্ধুরা
বিচারক ও মডারেটরদের সঙ্গে চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ও বন্ধুসভার বন্ধুরা