ফেনীতে বন্ধুসভার কম্বল বিতরণ

শীতার্ত ব্যক্তিদের পাশে ফেনী বন্ধুসভার বন্ধুরা
শীতার্ত ব্যক্তিদের পাশে ফেনী বন্ধুসভার বন্ধুরা


ফেনীর পরশুরামের বাউরখুমা আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ফেনী বন্ধুসভা।
২২ জানুয়ারি দুপুরে প্রথম আলো ফেনী বন্ধুসভার সদস্যরা ফেনী শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পরশুরামের প্রত্যন্ত বাউরখুমা আশ্রয়ণ প্রকল্পে গিয়ে গরিব অসহায় শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন।
এ সময় গরিব অসহায় মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বল তুলে দেন পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, পৌর কাউন্সিলর আবদুল মান্নান, প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি ও ফেনী বন্ধুসভার উপদেষ্টা মো. সাহাব উদ্দিন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও পরশুরাম নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আবু ইউছুপ মিন্টু, প্রথম আলোর সার্কুলেশন বিভাগের প্রতিনিধি ইয়াছিন আহমেদ, ফেনী বন্ধুসভার সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াছমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মৃধা, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, কার্যকরী কমিটির নিলয়, ইমন, ইমাম, আলিম, হৃদয় এবং বন্ধুসভার সদস্য কনিকা প্রমুখ।

ফেনীতে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা
ফেনীতে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা


কম্বল পেয়ে ওই আশ্রয়ণের বাসিন্দারা বেশ খুশি হয়েছেন।
বৃদ্ধা আয়েশা বেগম বলেন, ‘এ বছর শীতে আর কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। তোমাদের এই কম্বল পেয়ে আমাদের কিছুটা উপকার হবে।’
মঙ্গলবার ফেনী বন্ধুসভার পক্ষ থেকে ওই আশ্রয়ণ প্রকল্পের ৬০টি পরিবারের প্রতিটি পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়।