ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সাংগঠনিক বৈঠকে বন্ধুরা
সাংগঠনিক বৈঠকে বন্ধুরা


১১ ফেব্রুয়ারি সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজার সিএ ভবনের পঞ্চম তলায়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মহিউদ্দিন সোহেল, আশফাকুজ্জামান, ফয়সাল ফেরদৌস, ঢাকা মহানগর বন্ধুসভার শাকিব হাসান।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন


দন্ত্যস রওশন বলেন, ‘চলো সবাই একটি করে বড় স্বপ্ন দেখি, আজ এখানে ৭১ জন বন্ধু আছ তোমরা, ৭১ জন বন্ধুর স্বপ্ন পূরণ হলে বদলে যাবে বাংলাদেশ।’
আইটিতে ক্যারিয়ার গড়ার প্রসঙ্গে ও আইটি বিষয়ে বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহিউদ্দিন সোহেল।

আইটিতে ক্যারিয়ার গড়ার প্রসঙ্গে কথা বলেন মহিউদ্দিন সোহেল
আইটিতে ক্যারিয়ার গড়ার প্রসঙ্গে কথা বলেন মহিউদ্দিন সোহেল


অনুষ্ঠানে গান করেন হাসান সরকার, নূর ইসলাম, মো. তারেক, রিমন খান ও দ্বীপু মল্লিক। নৃত্য পরিবেশন করেন ইসরাত ফারজানা, ছোট নাটিকা প্রদর্শন করেন মুশফিকুর রহমান, গোলাম কাওসার ও রাশেদুল হক। দলীয় নৃত্য পরিবেশন করেন জামিল সোহান ও পিয়াস।

সাংগঠনিক বৈঠক শেষে বন্ধুরা
সাংগঠনিক বৈঠক শেষে বন্ধুরা


অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিব হাসান।