রাজবাড়ীসভার উদ্যোগে গণহত্যা দিবস পালিত

প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে আলোচনা, মোমবাতি প্রজ্বালন, পুষ্পমাল্য অর্পণ ও প্রীতি ফুটবল ম্যাচ।

রাজবাড়ীসভার উদ্যোগে গণহত্যা দিবস পালিত
রাজবাড়ীসভার উদ্যোগে গণহত্যা দিবস পালিত


কর্মসূচির প্রথম দিনে শহরের রেলগেট এলাকায় এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় বন্ধুরা সমবেত হন। সন্ধ্যায় শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন। এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী গণেশ নারায়ণ চৌধুরী। এ সময় রাজবাড়ী জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী উজির আলী শেখ, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক কহিনুর বেগম, সাহিত্যবিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াল মাহমুদ, ক্রীড়া সম্পাদক পাভেল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ মাহমুদ ইপ্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরের বেদিতে মোমবাতি প্রজ্বালন করা হয়।