কিশোরগঞ্জসভার স্বাধীনতা দিবস উদযাপন

কিশোরগঞ্জে নানা আয়োজনে বন্ধুসভার সদস্যরা স্বাধীনতা দিবস উদযাপন করেছেন।
এ উপলক্ষে ২৫ মার্চ কালরাতে শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে তাঁরা স্মৃতিস্তম্ভে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করেন।

কিশোরগঞ্জসভার স্বাধীনতা দিবস উদযাপন
কিশোরগঞ্জসভার স্বাধীনতা দিবস উদযাপন


এ সময় কিশোরগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা আক্তারের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল্লাহ আল মাসউদ।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবুল বাশার, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক, সাংস্কৃতিক সংগঠক মো. এনায়েত করিম প্রমুখ।
প্রধান অতিথি মো. আবদুল্লাহ আল মাসউদ তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের বুকে লালন করতে হবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের উৎসাহিত করতে হবে।

এ ধরনের আয়োজন করার জন্য তিনি কিশোরগঞ্জ বন্ধুসভাকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বলেন, বর্তমান তরুণসমাজ যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে, সে জন্য এসব অনুষ্ঠানের বিকল্প নেই।
কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচিতে বন্ধুসভার সহসভাপতি রিফাত ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ মারুফ বক্তব্য দেন।

২৬ মার্চ সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদা সুলতানা, মো. নাজমুল ইসলাম, মো. মনির হোসেন, মির্জা মো. মোস্তাকিম, মো. জহিরুল ইসলাম, নুসরাত জাহান, সুদীপ্ত মোস্তফা ও রাসেল আহমেদ।