বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বনভোজন

বনভোজনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলায় মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলা। ছেলেদের জন্য মোরগ লড়াই ও পাঞ্জা লড়াই খেলা। ছেলে–মেয়ে উভয়ের জন্য ক্রিকেট ম্যাচ এবং ম্যাজিক বক্স খেলার আয়োজন করা হয়। এ ছাড়া ছিল র‍্যাফল ড্র। র‍্যাফল ড্র শেষে বিজয়ীদের পুরুস্কার দেওয়া হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বনভোজন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বনভোজন


বনভোজনের আয়োজনে সেখানে অংশগ্রহণ করেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুজন বিদেশি প্রকৌশলী। তাঁরা বন্ধুসভা সম্পর্কে বিভিন্ন তথ্য নেন এবং বন্ধুসভার সদস্যদের আন্তরিকতায় মুগ্ধ হন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বনভোজন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বনভোজন


বনভোজনে অংশগ্রহণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার জাফির আহম্মেদ মামুনুর রশিদ, রাফিউল হাসান, এস এম মাহবুব হাসান, আবু হানিফ, ইবতেশাম তনয়া, সাবরিন মুসতারি, মেসবাউল ইসলাম, নিশাত আরা মিতু, রাইহান আলী, ফাতেমা ফারহানা, মালিহা, ইসমত আরা, ইয়াহিয়া রহমান, মুশফিক উজ জামান, আন আম ইকবাল, শাওন, আনাম, ফাহাদ, তানভির, সানি, মোনোয়ার, নাসিম, ফারুক, সংজ্ঞা ও ইভা। এ ছাড়া বন্ধুসভার সদস্যসহ পুরোনো এক্সিকিউটিভ সদস্যরাও ছিলেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বনভোজন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার বনভোজন


বনভোজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিখাত আরা ও প্রভাষক বিশাল কর্মকার উপস্থিত ছিলেন। বনভোজনে বন্ধুসভার যাতায়াতের সুবিধার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বাস ব্যবহার করতে দেয়।