চৈত্রের দহন

ফাগুন মাসের আগুন শেষে
চৈত্র রাজা আসে,
শুকনো নদী জল হারিয়ে
খুব বেদনায় ভাসে।
খাঁ খাঁ শুষ্ক মরুভূমি
পথিক তৃষ্ণায় মরে,
জলের অভাব নলকূপেও
রোগে ধরা ভরে।
ফসলের খেত লালচে লাগে
খেতে নেই আর পানি,
জলের অভাব করতে পূরণ
মহা টানাটানি।
চৈত্র মাসে দূর আকাশে
হঠাৎ আঁধার করে,
দহন শেষে বাষ্প পানি
বৃষ্টি হয়ে ঝরে।
চৈত্র মাসের পরেই আবার
নববর্ষ আসে,
তীব্র অনল বিদায় নিয়ে
ধরা আবার হাসে।