স্বাগত নববর্ষ

ফসলের মাঠে দোল দিয়ে যাওয়া চৈতালি
হাওয়ায় বৈশাখের নীরব আহ্বান..
নিশি অবসানে জগতের পুরোনো সব হবে গত।

পাতা ঝরে আবার ধরে গাছগাছালির ওই শাখে
মান–অপমান হয় অবসান নতুন করে বৈশাখে।
উঠেছে সোনার রবি পাখি গাইছে গান,
ফুটেছে মাধবী, মালতি, টগর, করবী
ফুলে ফুলে ওড়ে প্রজাপতি ডানায় মেখে রঙিন গান।

শোন ওগো প্রিয়,
হৃদয়পানে নতুন দাঁড়টি খোলো...
যত আগাছা, পুরোনো সকল আখ্যান ভেঙে
শত দিনের ধূলিতলে জীর্ণ জীবন কর পূতঃ।

বিবাদ, অভিমান যত দাও আজ ছুটি
মুণ্ডু মুড়িয়ে ফেলো ছুঁড়ে নষ্ট দিনের কষ্ট যত।
জুলুম–জালিম রুখে দাঁড়াও
নব দিনে নাও চিনে জীবনের
নব আহ্বান।