সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ


সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে নববর্ষ উপলক্ষে বন্ধুসভা কর্তৃক প্রকাশিত হাওর সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
বন্ধুসভার উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান হয় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। সকালে বর্ষবরণের শোভাযাত্রা শেষে অন্যান্য অনুষ্ঠান হয়।

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ


অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানান সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, সাবেক অধ্যক্ষ ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, বিশিষ্ট সংগীতশিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, বন্ধুসভার উপদেষ্টা কানিজ সুলতানা ও এনাম আহমেদ।

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ


অতিথিরা বন্ধুসভার উদ্যোগে প্রকাশিত হাওর সংকলনের মোড়ক উন্মোচন করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ


চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু সুস্মিতা আচার্য, শাহিদুর রহমান, ফরহাদ আহমদ বাবলা, মঞ্জু দাস, তন্বী; নৃত্য পরিবেশন করেন মৌমিতা বিশ্বাস, মৌলি তালুকদার ও অঙ্কিতা তালুকদার দিয়া। ছড়া ও কবিতা আবৃত্তি করেন ইমা আক্তার, বুশরা আক্তার, রিদা আহসান, নাবিলা ইসলাম ও স্বপ্নীল। অভিনয় পরিবেশন করেন সুরাইয়া আক্তার।

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ


সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। তিনটি গ্রুপে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও আবুল হোসেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, যুক্তরাজ্যপ্রবাসী শিক্ষক হোসনা আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুহুল তুহিন, আবৃত্তিশিল্পী রবিউল ইসলাম, কৃষকনেতা আবদুল কাইউম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান।

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ


বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন সুনামগঞ্জ বন্ধুসভার মো. রাজু আহমেদ, প্রদীপ কুমার পাল, হায়দার আলী, রণজিৎ কুমার দে, আশরাফুল ইসলাম বাবলু, শাহজাহান আলম সিদ্দিকী, রিতা আচার্য, রাজীব দেব, শাহিদুর রহমান, শফিকুল ইসলাম, জাকিরুল ইসলাম মান্না, জাকের আহমদ, নূর হোসেন সুমন, অর্চি নাগ, রুবেল পাল, আকাশ পাল, আক্তার হোসেন, প্রিয়াঙ্কা কর প্রিয়া, নিশাত জাহান, দীপ্তি পাল প্রমুখ।

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ