চৈত্রের শেষ দিনে

চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব
চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব


চৈত্রের শেষ দিনে প্রথম আলো সিলেট বন্ধুসভা আয়োজন করেছিল ‘সিলেটসভার চৈত্রসংক্রান্তি’ উৎসব। বাংলা বর্ষপঞ্জির শেষ দিনটিতে নগরের কিনব্রিজ এলাকার সারদা স্মৃতি ভবনের সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে সাংস্কৃতিক উৎসবটি অনুষ্ঠিত হয়েছে।

চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব
চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব


শনিবার সন্ধ্যা ছয়টায় সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক দলের সদস্যদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব
চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব


এরপর ধারাবাহিকভাবে চলতে থাকে বন্ধুসভার সদস্যদের নৃত্য, গান, নাটক ও আবৃত্তি পরিবেশনা। শাহ সিকান্দার শাকিরের রচনা ও নির্দেশনায় সড়ক দুর্ঘটনা নিয়ে নির্মিত নাটক নীড়ে ফেরার গল্প পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।

চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব
চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব


নৃত্য পরিবেশন করেন তন্বী সূত্রধর ও হুমাইরা জাকিয়া পুতুল। গান পরিবেশন করেন মৌমিতা আইচ ও দৃষ্টি রানী বর্মণ এবং কবিতা আবৃত্তি করেন তামান্না ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাকিব আহমেদ মিটু।

চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব
চৈত্রের শেষ দিনে সিলেটসভা আয়োজন করেছিল ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব



সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা