মা আমার স্বর্গ

তোমার ভেতর স্বর্গ খুঁজি, তোমার ভেতর ধরা
তুমিই আমার প্রথম নারী, তুমিই মনোহরা।
তোমার আঁচলতলেই মা গো শান্তি আমি পাই
সকল দুঃখ-বেদনাতে তোমার কাছেই যাই।

তুমি আমার হৃদ্মাঝারে আলোকজ্বলা দীপ
তোমার জন্য দিই বিলিয়ে আকাশ-অন্তরীপ।
তোমার মুখেই রাধারমণ, লালন ও হাছান
তুমিই শোনাও বিষাদসিন্ধু, সহস্র আখ্যান।

তোমার পথে, তোমার রথে—চলছি আমি আজ
তোমার দীক্ষা বুকের ভেতর, তুমিই মাথার তাজ।
তোমায় রাখি মতাদর্শে, নিত্য নীতিকথায়
তুমি আমায় রাখছ যথায়, আমি আছি তথায়।

তোমার অছিলাতেই আমার বৈতরণী পার
হবে জানি, তুমিই আমার পরম জামিনদার
তবু তোমার চরণখানি রেখো আমার তরে
মুক্তি যেন পেতে পারি চরণযুগল ধরে।

নগুয়া, হোসেনপুর রোড, কিশোরগঞ্জ