পুরোনো শব্দটি কাটা

পুরোনো বন্ধুদের আড্ডা।
পুরোনো বন্ধুদের আড্ডা।


আমরা কি পুরোনো হয়ে গেছি। আমাদের বন্ধুত্ব কি পুরোনো হতে পারে। বন্ধুরা কখনো পুরোনো হতে পারে না। সেটিই যেন প্রমাণ করতে বহুদিন পর বন্ধুরা ছুটে এসেছিলেন বন্ধুত্বের টানে। সিএ ভবনের মিলনায়তনে সোমবার বিকেলটি প্রাণবন্ত আড্ডায় রাঙিয়ে দিলেন বন্ধুরা। আট-দশ বছর আগের দিনগুলো ফিরে এল বন্ধুদের আলোচনায়। কেউবা কবিতা-গানের মাধ্যমে পুরোনো দিনের কথা ভুলতে চাইলেন না, মনে করিয়ে দিলেন ইচ্ছে করলে সব স্মৃতি ভোলা যায় না।
বন্ধুসভা গানের দলের জেরিন তাবাসসুম,রোকেয়া ইয়াসমিন বর্না ও রুহুল আমিন রনির গানের সঙ্গে গলা মিলিয়ে একসঙ্গে গেয়ে ওঠেন উপস্থিত ৫০–এর অধিক বন্ধুরা। আবৃত্তি দলের রফিকুল ইসলাম ফারুকী, সামিউল আজিজ, বিপাশা চৌধুরীসহ আরও অনেকে পুরোনো দিনের কথা বলেন। এ ছাড়া কে কত পুরোনো বন্ধু সে বিতর্ক যেমন ছিল, তেমনি নিজেকে পুরোনো বন্ধু স্বীকারও করতে কেউ রাজি ছিলেন না। বন্ধুরা কখনো পুরোনো হতে পারে না। তাইতো অনুষ্ঠানের ব্যানারে বন্ধুদের পুরোনো আড্ডা লেখায় পুরোনো শব্দটি ছিল কাটা। আর বন্ধুরা ফুল দিয়ে বন্ধুদের স্বাগত জানান।

পুরোনো দিনের স্মৃতি বন্ধুদের মধ্যে শেয়ার করেন আশফাকুজ্জামান, খায়রুল বাবুই, আরাফাত সিদ্দিকী সোহাগ, জাবেদ সুলতান পিয়াস, মোহাম্মদ আসাদ, ফেরদৌস ফয়সাল, রূপশ্রী চক্রবর্তী, ফিজার আহমেদ, বায়েজিদ ভূইঁয়া জুয়েল, শুভংকর শুভ, আবু সাঈদ সুরুজ, বাদল খান, কাজল, নূহ আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান, শরিফুল শাওন, এন ডি মিথুন, শাকিল মাহবুব, সজিব মিয়া, শুভ্রা রয়, মাহফুজ রহমান, আসিফ, রিফাত, হাবিবুল্লাহ, হাসান ইমাম,নিবিড়, নিশাত, হুরে জান্নাত, হাসান মাহমুদ, নাইম হাসান, ফারহানা কান্তা, নোমান, অনুপ, অ্যানি, বিবর্ধন রায় ইমন, আতিয়া সুলতানাসহ আরও অনেক বন্ধু। অনুষ্ঠানটি পরিচালনা করেন দন্ত্যস রওশন।
বন্ধুদের কথা যেন শেষই হতে চাইছিল না। কার কত বন্ধু নম্বর, কে কত সাংগঠনিক শক্তিশালী বন্ধু ছিল, বন্ধুসভা থেকে ঢাকায় এসে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাওয়ার গল্প, আইলা-সিডর ও বন্যায় সারা দেশে দুর্গতদের পাশে বন্ধুদের নিঃস্বার্থ পরিশ্রমের কথা শুনে অন্য রকম ভালো লাগা কাজ করছিল। জয় হোক বন্ধুত্বের বন্ধন। রুহুল আমিন রনির আগুনের পরশমণি গানের সঙ্গে সবাই একসঙ্গে গেয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় বন্ধুদের সেলফি তোলা। আড্ডা রেখে কারও মন যেন ফিরে যেতে চাইছিল না। আবার দেখা হবে বন্ধু।