চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ

কর্মশালায় উপস্থিত বন্ধুরা
কর্মশালায় উপস্থিত বন্ধুরা


১৬ মে ২০১৯ সিএ ভবনের পঞ্চম তলায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ আয়োজন করে ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি’ শীর্ষক কর্মশালা। এ বিষয়ে আলোচনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসাংগঠনিক সম্পাদক ড. ফিজার আহমেদ।
তিনি কর্মশালায় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আমাদের দেশের করণীয় বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দিতে হবে, সে সম্পর্কে বিস্তারিত বলেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন, জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. ফরহাদ পারভেজ, আবদুল ওহাব। ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মোহতারিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, শাকিব হাসান, ফারিয়া নাওমি, হুমায়রা তাসনিম, সৈকত বরণ শীল, জোবায়ের প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস রহমান, যশোর বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর বন্ধুসভার সদস্য বেনজির খানম সুইটি, ভৈরব বন্ধুসভার মাহমুদা তমা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বন্ধুসভার নবগঠিত আহ্বায়ক কমিটির শোয়াইব উদ্দিন খান, জয়পুরহাট বন্ধুসভার রামু চন্দ্র।
কর্মশালায় উপস্থিত বন্ধুরাও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।