শিশুদের মুখে হাসি ফুটাল পঞ্চগড় বন্ধুসভা

শিশুদের মুখে হাসি ফুটাল পঞ্চগড় বন্ধুসভা
শিশুদের মুখে হাসি ফুটাল পঞ্চগড় বন্ধুসভা


প্রায় তিন বছর আগে মারা গেছেন ছোট্ট শিউলি (৪) আর জেরিনের (৭) বাবা দিনমজুর বজলুর রশিদ। এরপর থেকেই অসহায় হয়ে পড়ে পঞ্চগড়ের হাঁড়িভাসা এলাকার এই পরিবারটি। মা শাহনাজ আক্তার দিনমজুরের কাজ করে সংসার চালান। সামান্য উপার্জনে সংসার চালাতেই দিশেহারা তিনি। ঈদের সময় ঠিকমতো নতুন জামাকাপড় দিতে পারেন না সন্তানদের। এবার ঈদের আগে প্রথম আলো বন্ধুসভার দেওয়া নতুন জামা পেয়ে খুশির ঝিলিক শিউলি আর জেরিনের মুখে। পিতৃহীন এই দুটি ছোট্ট শিশুসহ ৪২টি শিশু হাতে একটি করে রঙিন জামা দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে পঞ্চগড় বন্ধুসভা। নতুন জামা হাতে পেয়ে প্রতিটি শিশুর চোখেমুখে ছিল খুশির ঝিলিক।

শিশুদের মুখে হাসি ফুটাল পঞ্চগড় বন্ধুসভা
শিশুদের মুখে হাসি ফুটাল পঞ্চগড় বন্ধুসভা


শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলা হাঁড়িভাসা ইউনিয়নের ঘাগড়া দ্বারিকামারী উচ্চবিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে একটি করে রঙিন জামা তুলে দেন পঞ্চগড় বন্ধুসভার সদস্যরা। এ সময় হাঁড়িভাসা ইউনিয়নের পাইকানীপাড়া, মাটিয়াপাড়া, অধিকারীপাড়া, হাঁড়িভাসা, সন্ন্যাসীপাড়া ও মহতপাড়া এলাকার সুবিধাবঞ্চিত ২৭টি শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া হয়।

শিশুদের মুখে হাসি ফুটাল পঞ্চগড় বন্ধুসভা
শিশুদের মুখে হাসি ফুটাল পঞ্চগড় বন্ধুসভা


পরে পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকায় ১৫টি শিশুর হাতে তুলে দেওয়া হয় আরও ১৫টি রঙিন জামা। জামা বিতরণের সময় প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, প্রথম আলো বন্ধুসভা পঞ্চগড়ের উপদেষ্টা শামসুল মুক্তাদির, সভাপতি রায়হান শরীফ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ওয়াকিউর রহমানসহ বন্ধুসভার রাকিবুল হাসান, নীলা আফরোজ, অয়ন, রিজেল, আরিফ, সৌরভ, রিফাতসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।