নীলফামারীতে রঙিন জামা বিতরণ

নীলফামারীতে রঙিন জামা বিতরণl
নীলফামারীতে রঙিন জামা বিতরণl


জেলা সদরের কচুকাটা গ্রামের চলন প্রতিবন্ধী সুমন (৮) এসেছে ঈদের রঙিন জামা নিতে। জামা পেয়ে তার চোখেমুখে আনন্দের ঝিলিক। প্রথম আলো নীলফামারী বন্ধুসভার উদ্যোগে গত শনিবার দুপুরে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত ৫০টি শিশুর মধ্যে একটি করে রঙিন জামা বিতরণ করা হয়। সেখানে এসে পাঞ্জাবি নেয় সে। রঙিন জামা নিতে আসা জেলা সদরের টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা গ্রামের শারীরিক প্রতিবন্ধী লিমা (১১) জানায়, তার মা দুই বছর আগে তাদের ছেড়ে অন্য জায়গায় বিয়ে করেন। বাবা লেবু আবার বিয়ে করেন। এখন সৎমায়ের কাছে মানুষ হচ্ছে সে। বাবা সবজি বিক্রি করে সংসার চালান। নতুন জামা কেনার সামর্থ্য নেই তাঁর।

নীলফামারীতে রঙিন জামা বিতরণl
নীলফামারীতে রঙিন জামা বিতরণl


 তাই জামা পেয়ে সে উচ্ছ্বসিত। তাদের মতো সুবিধাবঞ্চিত ৫০ শিশুর মধ্যে বন্ধুসভার সদস্যরা একটি করে রঙিন জামা বিতরণ করেন। এর আগে বন্ধুসভার সাধারণ সম্পাদক রাউফুল ইসলাম জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ৮, সভাপতি আসাদুজ্জামান জেলা শহরের নতুন বাজার কলোনি এলাকা ঘুরে ৭, সহসভাপতি খোরশেদ আলম পূর্ব কুখাপাড়া গ্রামে ৮, সহসভাপতি লেবু মিয়া দুহুলী গ্রামে ৭, নারীবিষয়ক সম্পাদক প্রিয়াংকা রায় ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ও হঠাৎপাড়া গ্রামে ৫, সাবেক সভাপতি সুধীর রায় টুপামারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১০ এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক নিপুণ রায় কলেজপাড়া এলাকার ৫টি সুবিধাবঞ্চিত শিশুর বাড়িতে গিয়ে নামের তালিকা সংগ্রহ করেন। সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো নীলফামারী বন্ধুসভার বন্ধু প্রকৌশলী জুলফিকার আলী ও আবদুল ওয়াহেদ সরকার, সৈয়দ রাকিব হাসান মিশুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান চৌধুরী, শিক্ষক ইমরান আলী প্রমুখ।