সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন


‘বইয়ের পাতায় যা পড়েছি তা আজ নিজের চোখে দেখতে পেরে সত্যিই নিজেদের ইতিহাস নিয়ে গর্ব করতে ইচ্ছা করছে’ এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বন্ধু মাহফুজা খন্দকার। ৫ জুলাই সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১২ জন বন্ধু মুক্তিযুদ্ধ জাদুঘরে যান।
জাদুঘর পরিদর্শন শেষে তাঁরা তাঁদের অনুভূতি বর্ণনা করেন। সাউথইস্ট বন্ধুসভার অর্থ সম্পাদক বলেন, ‘জাদুঘরে হাঁটার প্রতিটি পদক্ষেপে মনে হয় মুক্তিযুদ্ধের সঙ্গে আমিও জড়িয়ে পড়ছি।’
মুক্তিযুদ্ধের ইতিহাস আরও গভীরভাবে নিজের জীবনে ধারণ করার জন্য হলেও মুক্তিযুদ্ধ জাদুঘরে বারবার আসা উচিত বলে মনে করেন বন্ধু সাইফুল ইসলাম ফারহান। পরে সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচালিত করার জন্য অঙ্গীকার করেন।

সাধারণ সম্পাদক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভা