গাছ লাগাই

আমরা আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজে বনভূমি ধ্বংস করছি, যা মানুষ ও পরিবেশের জন্য ভয়ানক বিপদ ডেকে আনছে। বৈশ্বিক উষ্ণতা দিন দিন বাড়ছে, গলছে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ, বাড়ছে সমুদ্রের পানির উচ্চতাসহ জলবায়ুর অনেক পরিবর্তন।
একটি গাছ এক বছরে ১০টি এয়ার কন্ডিশনারের সমান শীতল আবহাওয়া তৈরি করে। ৫ হেক্টর বনভূমি কমিয়ে দিতে পারে ৩-৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা।
বৃক্ষরোপণের সবচেয়ে মোক্ষম সময় বর্ষার শুরুতে। সবচেয়ে উত্তম মাস জুন থেকে আগস্ট। প্রতিবছরের মতো বন্ধুসভা এবারও আয়োজন করেছে বৃক্ষরোপণের কর্মসূচি।
বড় গাছ লাগাতে হয় বাড়ির উত্তর-পশ্চিম দিকে এবং ছোট বা মাঝারি গাছ লাগাতে হয় দক্ষিণ-পূর্ব দিকে। শহরে হয়তো আমাদের গাছ লাগানোর সুযোগ নেই, সে ক্ষেত্রে আমরা টবে বিভিন্ন প্রকারের গাছ লাগাতে পারি। শুধু গাছ লাগালেই কাজ শেষ হয়ে যায় না। করতে হয় পরিচর্যা। মায়ের আদর পেয়ে যেমন শিশুরা বড় হয়ে উঠে, তেমনি চারাগাছ পরিচর্যা পেয়ে সম্পূর্ণ গাছে পরিণত হয়।
আসুন বন্ধুরা, বৃক্ষরোপণের এই মোক্ষম সময়ে আমরা নিজেরা বাড়ির আশপাশে গাছ লাগাই এবং অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করি।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা।