নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন
নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন


রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আক্তার সায়মাকে ধর্ষণ এবং শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা নারী/শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে। ১৫ জুলাই দুপুর ১২ টায় ক্যাম্পাসের সামনে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের দুই পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন
নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন


মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মানিত শিক্ষিকা কামরুন্নাহার। তিনি ধর্ষণের প্রতিবাদে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান ছাত্রসমাজ যদি ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়, এই দেশে আর কোনো বোনকে নির্যাতনের শিকার হতে হবে না। মানববন্ধনে উপস্থিত সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে, যেখানেই নারী বা শিশু নির্যাতন হবে, সেখানেই তাঁরা প্রতিবাদের আওয়াজ তুলবেন।

নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন
নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন


তাছাড়া ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে বক্তব্য দেন প্রধান আহ্বায়ক রাফিউল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ফাতেমাতুজ্জহোরা যুথি। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ চৌধুরী, সোহেল রানা, রমজান আলী, সেলিম রেজা, আবু সাঈদ, বাবুল করিম, শ্রাবণী মল্লিক, তাহমিদ, আল-আমিন, জেরিন, সানজিদা, মাঈশাসহ আরও অনেকে।

সদস্য, শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা