বন্ধুসভার বর্ষার আয়োজন

দ্বৈত নৃত্য পরিবেশন করেন রাফি ও মৌমিতা।
দ্বৈত নৃত্য পরিবেশন করেন রাফি ও মৌমিতা।


গতকাল সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজন করেছিল ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ শিরোনামে বর্ষার সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের শুরু হয় ছোট্ট বন্ধু রিদম খানের গান দিয়ে।

নৃত্য পরিবেশন করেন আনন্দিতা খান
নৃত্য পরিবেশন করেন আনন্দিতা খান


গান পরিবেশন করেন বন্যা ইয়াসমিন, পৌলমী অদিতি, ফারহান কবির, ইমন গোস্বামী, হৃদয় রায়, রাহাত তালুকদার প্রমুখ। ‘এসো শ্যামলও সুন্দর’ ও ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ গানের সঙ্গে দুটি নৃত্য পরিবেশন করেন আনন্দিতা খান। দ্বৈত নৃত্য পরিবেশন করেন রাফি ও মৌমিতা।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জান্নাতুল বাকের নন্দন ও মৌসুমী মৌ
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জান্নাতুল বাকের নন্দন ও মৌসুমী মৌ


আরণ্যক বসুর ‘মনে থাকবে?’ কবিতাটি আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস লিজা এবং রবীন্দ্রনাথের ‘আষাঢ়’ কবিতাটি আবৃত্তি করেন সাইদুল হাসান।

ঢাকা মহানগর বন্ধুসভার বর্ষার আয়োজন
ঢাকা মহানগর বন্ধুসভার বর্ষার আয়োজন


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের উত্তম রয়, শাকিল মাহবুব, সৈয়দ রশীদুল হাসান, শাহিন মাহফুজ, খায়রুন নাহার ও আব্দুল ওহাব।

ঢাকা মহানগর বন্ধুসভার মোহতারিমা রহমান, গাজী আনিস, ফিরোজ আলম, শাকিব হাসান ও মারুফ জাহান।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জান্নাতুল বাকের নন্দন ও মৌসুমী মৌ।