গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ

গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ
গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ


‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানকে সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে ১ আগস্ট বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫০টি বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বন্ধুসভার সদস্যদের নিজেদের অর্থায়নে প্রথমে উপজেলার সামাজিক বনায়ন (বন বিভাগ) থেকে পেয়ারা, কতবেল, জলপাই, বেদেনা, আকাশি, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ ক্রয় করে।

গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ
গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ


এসব গাছ কেনার পর প্রথমে গোয়ালন্দ প্রপার হাইস্কুলে ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদান করা হয়।

গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ
গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ


৩ আগস্ট শনিবার বন্ধুসভার উদ্যোগে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আবদুল হালিম মিয়া কলেজ, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরের কালুড় মোড় থেকে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ
গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ


এসব গাছ বিতরণকালে উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাবেক সভাপতি শেখর আহমেদ বাবু, সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক জীবন চক্রবর্তী, পাঠাগার সম্পাদক লুৎফর রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক ফিরোজ আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সদস্য শামছুল হক, একরামুল হক, প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক প্রমুখ।

গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ
গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ


বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এভাবে বিভিন্ন মূল্যবান গাছের চারা বিতরণ করায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বন্ধুসভার এমন ভালো কাজকে সাধুবাদ জানান। প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, বন্ধুসভার উদ্যোগে আমরা বিদ্যালয়ে একটি প্রথম আলো বিনা মূল্যে পড়তে পারছি।

গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ
গোয়ালন্দ বন্ধুসভার গাছের চারা বিতরণ



সাধারণ সম্পাদক, গোয়ালন্দ বন্ধুসভা