কথা, গান ও কবিতায় রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য

৮ আগস্ট নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবিকে স্মরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
৮ আগস্ট নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবিকে স্মরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা


কথা, গান ও কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করল চট্টগ্রাম বন্ধুসভা। ৬ আগস্ট মঙ্গলবার বাইশে শ্রাবণ দিনটি ছিল রবীন্দ্রময়। সেদিন ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে ৮ আগস্ট নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবিকে স্মরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এতে আপন সৃষ্টির ঐশ্বর্যে আবির্ভূত বাঙালির নিত্যদিনের সহচর এই কবিকে জানানো হয় শ্রদ্ধার্ঘ্য।

৮ আগস্ট নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবিকে স্মরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
৮ আগস্ট নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবিকে স্মরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা


৮ আগস্ট বিকেল পাঁচটায় চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে শুরু হয় অনুষ্ঠানের আয়োজন। শুরুতেই ছিল জয়শ্রী মজুমদারের ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ শিরোনামের গানের পরিবেশনা। এরপর কবিগুরুকে নিয়ে লেখা কবিতা পরিবেশন করেন স্বস্তিকা সেনগুপ্ত। কবিতাটি লিখেছেন কনিস্ক শাসমল।

৮ আগস্ট নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবিকে স্মরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
৮ আগস্ট নানা আনুষ্ঠানিকতায় বিশ্বকবিকে স্মরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা


বন্ধু ঈশিতা বড়ুয়া পরিবেশন করেন ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ ও ‘শ্যামল ছায়া, নাইবা গেলে’ শিরোনামের গান দুটি। ছোট বন্ধু ইরফাত সায়েম আবৃত্তি করে ‘আমাদের ছোট নদী’ কবিতাটি। এরপর জয়শ্রী মজুমদার ও স্বস্তিকা সেনগুপ্ত যৌথকণ্ঠে পরিবেশন করেন ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ গানটি । তুষিতা বড়ুয়ার কণ্ঠে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতা। ‘অনন্ত প্রেম’ কবিতাটি পরিবেশন করেন বন্ধু সাঈদ আল সোহেল। সঞ্জয় বিশ্বাসের ‘আমার পরান যাহা চায়’ শিরোনামের গানের পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি শিহাব জিশান।