ভৈরবে লেখালেখি কর্মশালা

ভৈরবে লেখালেখি কর্মশালায় অংশ নিতে ইচ্ছুক বন্ধুদের নিবন্ধন
ভৈরবে লেখালেখি কর্মশালায় অংশ নিতে ইচ্ছুক বন্ধুদের নিবন্ধন


সংবাদ ও ফিচার লেখার নিয়মকানুন-বিষয়ক এক দিনের কর্মশালা নিয়ে এরই মধ্যে ভৈরবসভার বন্ধুদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। কর্মশালাটি ঘিরে প্রথম আলো ভৈরব আঞ্চলিক কার্যালয়টি এখন কর্মমুখর হয়ে উঠেছে। কর্মশালায় অংশ নিতে ইচ্ছুক বন্ধুদের জন্য নিবন্ধনের সময়সীমা বেঁধে দেওয়া হয় তিন দিন—রবি, সোম ও মঙ্গলবার। সময় দেওয়া হয় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। খেয়াল করা গেছে, নিবন্ধন বিষয়ে প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়ে। ভৈরবসভার বন্ধু ছাড়াও বন্ধুসভার সঙ্গে যুক্ত নন, এমন কয়েকজন এসে নির্ধারিত ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করে নেন। প্রথম দিনই নিবন্ধন করেন ২২ জন। দ্বিতীয় দিন নিবন্ধন করে কর্মশালায় নিজের অংশগ্রহণ নিশ্চিত করেন আরও ১৬ জন। ধারণা করা হচ্ছে, নিবন্ধনের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে।

আইমান বন্ধুসভার সঙ্গে যুক্ত নন। তবে তিনি আগ্রহ নিয়ে কর্মশালায় অংশ নিতে নির্ধারিত ফি দিয়ে নিবন্ধনপ্রক্রিয়া শেষ করেন। এটিই তার যেকোনো কর্মশালায় অংশগ্রহণের প্রথম প্রস্তুতি।

আইমান বলেন, ‘অনেক কিছুই চোখে পড়ে। মনে হয় এই নিয়ে কিছু লেখা যায়। পরিকল্পনা করি। কিন্তু লিখতে বসলে শেষে যা ভেবে রেখেছিলাম, তা আর লিখে বোঝাতে পারি না। আমার মনে হয় কর্মশালাটিতে অংশ নিলে আমার সেই দুর্বলতা কেটে যেতে পারে।’

তাইফ, আফজাল, জেরিন, ফ্রমি ভৈরবসভার নতুন বন্ধু। কিন্তু সক্রিয় থেকে এরই মধ্যে নিজেদের যোগ্যতার জানান দিয়ে বড়দের নজর কেড়ে নিয়েছেন। তাঁরা চারজন সোমবার নিবন্ধনপ্রক্রিয়া শেষ করেন।

তাইফের বক্তব্য হলো, ‘“তৈরি হও, এগিয়ে যাও” কর্মশালার মাধ্যমে আমরা উপকৃত হয়েছি। কর্মশালা মানেই শেখা ও জানার বড় সুযোগ। সেই কারণে সুযোগটি হাতছাড়া করতে চাইনি।’

কর্মশালাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পাঁচ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ মোল্লাকে। সদস্যসচিব অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সানজিদা সিদ্দিকা। সদস্য করা হয়েছে নারী সম্পাদক জ্যোতি রোজানা, পাঠাগার সম্পাদক তানিয়া ও প্রচার সম্পাদক হাসান মাহমুদ শরীফকে।

সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন তুষার বলেন, ‘আমরা প্রতিটি আয়োজনের মূল পর্বের আগেই আয়োজন নিয়ে বিশেষ আগ্রহের জায়গা তৈরি করি। এতে সদস্যরা বেশ উজ্জীবিত থাকেন এবং সংগঠনের প্রতি ভালো লাগা তৈরি হয়। আমাদের প্রশিক্ষক প্রথম আলো ভৈরব আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।’

সানজিদা সিদ্দিকা

অনুষ্ঠানবিষয়ক সম্পাদক